অর্থনীতির অধ্যাপক (অর্থনীতি), অভিনয় শিল্পী ও লেখক। শিল্প-সংস্কৃতির নানা বিষয়ে লেখালেখি করেন। বিশেষত চলচ্চিত্র। সমাজ, রাজনীতি ও দর্শনে বিশেষ আগ্রহ রয়েছে। ‘চিন্তা পাঠচক্র’র সক্রিয় সহযোদ্ধা। যুক্ত রয়েছেন ‘প্রতিপক্ষ’ পত্রিকার সঙ্গেও।
প্রতিপক্ষে লেখকের লেখা:
রাউল পেকের ‘দ্য ইয়াং কার্ল মার্কস’