কথাগুলো ওভারল্যাপ করতে করতে

।। নীলাব্জ চক্রবর্তী ।।

তোমার জন্য
যে কবিতা খুব শ্লীল হয়ে
আরও
ফ্রেম নামের এই কুসুম
খুলে ফেলবে কখনও
দিনের যে গভীর অংশ

কিছুটা খসখসে
রঙ হবে…

একটা সাদাকালো বোতল

লোহা কাটার আওয়াজ আর সবুজ আপেলে
বড় হচ্ছে আমাদের গান
দিন করছে
তোমাকে শোনাতে
বৃন অবধিই তো
চারটে নতুন লাইন
আর একটা সাদাকালো বোতল অবধি
এই তো র-টেক্সচার
ভেঙে ভেঙে ফেলছে ফেলবে
ভাষা যে একটা খিদে হয়ে
চোখ হয়ে
যৌন
ফলে ওঠা
শব্দের কাছে আসে…

একটা মিউটেড কাচে

ক্যামেরার মন-কে-মন
অর্থাৎ
একটা মিউটেড কাচে
অনিচ্ছুক
কথাগুলো ওভারল্যাপ করতে করতে
প্রতিদিন
তোমার জন্য
যে কবিতা খুব শ্লীল হয়ে
আরও
ফ্রেম নামের এই কুসুম
খুলে ফেলবে কখনও
দিনের যে গভীর অংশ

কিছুটা খসখসে
রঙ হবে…

বাড়ি ফেরার সময় যে কবিতা লেখা হচ্ছিল

একটা জল থেকে
ভারী হয়ে
ছায়ারা ফিরে কেমন আসছে সারাদিন
ধ্যান করতে করতে
একটা রাস্তা
নাভি পর্যন্ত
দুটো দোকান
তিনটে কবিতা কত ভদ্র সভ্য
ধ্যান করতে করতে
বাউন্স করছে
দুধের ঢাকনায়
দুধের কমপ্রেসন ইনডেক্স লেগে আছে
ধ্যান করতে করতে
৪৫ নম্বর না কি ৪৬
অপেক্ষার চোখে চোখে
হীরের কুচি
খুব অন্যমনস্ক আবার কেন
মেমরি গেমের কথা নিয়ে আসবে…

সমরেখা

গেম অন
এই প্রজ্ঞা
এই আশ্চর্য কুচকাওয়াজ নিয়ে
ক্রোধে
মাংসে
রঙ করা বরফের ভাষায়
ফ্লপ করতে করতে

যে ছায়াগুলো
ছবির ভেতর
চলে গেল
একটা আরোপিত সমরেখা ও দর্পণ
তার জন্য…

ফটোগ্রাফি- লুসিয়েন ক্লার্গ্য

নীলাব্জ চক্রবর্তী

শূন্য দশকের কবি। জন্ম ১৯৭৭ সালের আগস্ট মাসে, কলকাতায়। নিবাস: পুরানো কলকাতায়।
প্রকাশিত কবিতার বই: ‘পীত কোলাজে নীলাব্জ’ (জানুয়ারি ২০১১, ৯য়া দশক, ‘গুলমোহর… রিপিট হচ্ছে’ (ই-বুক) (নভেম্বর ২০১৩, বাক্), ‘প্রচ্ছদশিল্পীর ভূমিকায়’ (জানুয়ারি ২০১৪, কৌরব), ‘লেখক কর্তৃক প্রকাশিত’ (জানুয়ারি ২০১৭, ‘আপনার বার্গার আরও মজাদার বানিয়ে তুলুন’ (জানুয়ারি ২০১৮, ঐহিক. প্রকাশিত উপন্যাস: ‘কোনও চরিত্রই কাল্পনিক নয়’ (উপন্যাস, জানুয়ারি ২০১৯, সৃষ্টিসুখ)
ভালোলাগা: গানের পুরনো আর কবিতার নতুন। শর্ট ফিল্ম নির্মাণ করতে চান।

Share