মানুষের ঘরবাড়ি উপরে সমস্ত আসমান

।। জুবাইদা ঊর্মি ।।

তীর ভেঙে দিতে থাকো ডুবাব জমিন
মানুষের ঘরবাড়ি উপরে সমস্ত আসমান
ভাসাও ভাসাও আমায় করে তোলো রাক্ষুসী
তুমি সেই গুল্ম হও যার নাম আলকুশি

মানুষের ঘরবাড়ি উপরে সমস্ত আসমান

গ্রিনরুম

রাইটারের নিজের একটা কামরা
থাকলে ভালো— সংসারে। সে যখন লেখে —
তখন তাকে দেখতে নেই। স্বমেহনের
মতো তা আনসিন থাকা সুন্দর।

স্বপ্নের চেয়েও বেশি

কুমড়ো ফুলের বড়া ভাজছি
গালে চন্দন মেখে
তখনও তুমি ঘুমে
বাইরে মাঘ মাসের ভোরবেলা
বললো, আবহাওয়া সংবাদ —
আজকে বৃষ্টির সম্ভাবনা

গামছা পেতে বসে পাশাপাশি
গরম ভাতের পাতে
কুমড়ো ফুলের বড়া কাড়াকাড়ি
করে খাওয়ার এ জীবন
স্বপ্নের চেয়েও সুন্দর, জানি!


ইতি, হর্নিপার্বতী

সহসা মুখ তুলে নিও নাকো বুড়ো শিব
এ গাঙে ভাসা জীবন বড়ই অপার্থিব
তীর ভেঙে দিতে থাকো ডুবাব জমিন
মানুষের ঘরবাড়ি উপরে সমস্ত আসমান
ভাসাও ভাসাও আমায় করে তোলো রাক্ষুসী
তুমি সেই গুল্ম হও যার নাম আলকুশি
বানরেরা পালাক ভয়ে উজাড় করে বন

ছবি: লুবনা চর্যা

জুবাইদা ঊর্মি

নারীবাদী, গবেষক। ঢাকায় বসবাস।

Share