আজ বৃহস্পতিবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
Search
Close this search box.
Search
Close this search box.

আটচল্লিশ পথ নুড়ি পাথর

।। মৌমন মিত্র ।।

অক্ষরের নীল বিন্দু ফুরিয়ে আসছে বলে
আটচল্লিশ পথ নুড়ি পাথর,
আজ বিষণ্ণ
কারুকলার বুকে চিহ্ন দান করছেন
লেন্সে তুলে রাখা চোট
একাদশী তিথি

বন্য চোখ

ব্রণর রুপোলি দাগে গ্রহতারা অর্পণ করেছে কাচের পালক 
সৈকত খুঁটে খায় নোনা দিনের কথা
শস্য বোঝে সূর্যের স্লোগান। দূরত্ব সেখানে কোনো পরিমাপ নয়

বহু শরীরী বিন্দু তারামাছের ঠোঁট ঘেঁষে…
বাঁধের জলের কিনার

বোঝার মেঘে ভারী হয়ে আসে রতিগর্ভের তারগুলি 
নালায়, স্বপ্নে তার চিকন দ্যুতি স্রোতের বহতায় কাঁপে 
এসব মেঘের বৃষ্টিবাতাস একদিন বাষ্পের স্নায়ু চিড়ে,
বৃক্ষের বাকল ও মাটির কোনও উলঙ্গ ভঙ্গিমার ভেতর জমে  

তখন নেশাতুর গহ্বরে খুঁজেছি ঋতুমতী নারীর বীর্যস্নান 
অরণ্যপাঠ দুরন্ত জলকেলি..সামান্য হলেও বোঝা যায়? 
ছায়ায় বসে ভাবি, 
রোদ্দুরের বুক পান… একা আমি যেন তারই মুখ তারই সুখ 
যার ঢোকে ঢোকে গাঢ় হয় কুলোর বাঘনখ,গন্ধ, ক্ষয়, বিস্ময় 

অথচ বয়ঃপ্রাপ্ত ঋতুর সঙ্গে খেলা চলে দেহশুচির পর
বালিশের পাশে বারুদ ও স্নানরেখা বরাবর গাঢ় রক্ত বোধ
প্রথমদিনের ঘনত্ব, দ্বিতীয়দিনের তীব্রতা, তৃতীয়দিনের জমাট
সীমা বুক 
কিছুই মেশেনি তোমার ভূমিপাথরের দৈহিক পর্বত শিখরে

আজ শেষ অভিধানের পেট্রল পোড়ানো পাতার ছাই উড়ে 
নটিনীর গায়ে লেখা রত্নঅক্ষর — বলছে,
মধ্যমার সুরা বাটি তমসাতল গাঢ় হোক গাঢ় হোক 
একফোঁটা আগুন, ক্লেশ, কাফন, কাজল 
হে আকাশ-উঁচু পলি-জল-মাটি… ভিতরে ঢোক বন্য চোখ 

আলনা

গ্রীষ্ম আঁকা গ
উ এর উঠোন পেরিয়ে
উড়ালপুল নর্থগামী,একা

প্যাশন চিঠি প
পড়তে গিয়ে,
এক প্রহর দুই প্রহর
ক্যানভাস মতন বুক

জোড়াভুল
বেডরুম ফিঁতে, আলনায়
শাড়ি সুতো জট

কলম্বাস কম্পাসের কাঁটায়
মুঠোশূন্য মীড়

বানপ্রস্থে তিথি
অন্য কামরায় স্থির

প এর প্রজ্ঞা সংজ্ঞাহীন

ফেরা

অক্ষরের নীল বিন্দু ফুরিয়ে আসছে বলে
আটচল্লিশ পথ নুড়ি পাথর,
আজ বিষণ্ণ
কারুকলার বুকে চিহ্ন দান করছেন
লেন্সে তুলে রাখা চোট
একাদশী তিথি

তুখোড় আড়ালে এসব চিত্রের রুকস্যাক
কুয়াশা হতে-হতে
একদিন মিথ্যুক হলো ছায়াছবি
হলিডে রিসোর্টের ভগ্ন দেয়াল-মন

শালিখের ঠোঁটে সরগম, স্রোত এখন
দু’চার ফোঁটা মদিরা মহাশূন্য পেরিয়ে
লিখতে লিখতে লেখার পিঠে
নদী যামিনী

তখনও
গ্রহতারা যোনির নালী ভেদ করে
আঁচড়ে দিল
‘মুছে গেছে’ এমন কত পাহাড়ি রাস্তা
ছায়াদেব, হ্যামলেট দৃষ্টি

এবার যাবে কি ? ফিরবে?
শুনেছি
লেখার কাছাকাছি আকাশের মুখোমুখি
কলাপাতার কোষে ইতি মন
বিন্দু বিন্দু জমছে
ফেরার মাইলস্টোন

মৌমন মিত্র

কবি এবং গদ্যকার মৌমন মিত্র থাকেন মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি শহরে। বিদেশে থেকেও তিনি বাংলা সংস্কৃতির সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছেন। নিয়মিত কবিতা,গল্প ছাড়াও বিভিন্ন বিষয়ে গদ্য লেখেন তিনি।

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top