ক্লকওয়াইজ একটা দূরত্বের ভেতর

চারটি কবিতা

।। নীলাব্জ চক্রবর্তী ।।



একটা অস্থির দৃশ্যে

স্নায়ু এক খুলে ফেলা রঙ
দেখছে
মুদ্রা ও হরফে
কাঁচের প্রিল্যুড ভেবে
গল্প ভেঙে এখানে ফেলা হয়েছে
অভ্যস্ত দিনের গায়েগতরে
পাথরের লজিক
পাতা উলটে উলটে
আরবান
কোনো ফ্রেমই চিনতে পারছি না
কেন যে
একটা অস্থির দৃশ্যে
একটাই ছায়া
ক্যামেরা বদলে ফেলবে বলে বসে আছে…


চোখ

ক্যামেরা অর্থে কোনো কাগজের চোখ
ঠাণ্ডা
দেখি
সম্পর্ক একটা গাছ
ফেনার ভেতর
কে একটা দশকের বারবার নাম
বইছে
কাচের ওষুধে
আরও ভারী হয়ে আসে এই নোনাজল
এভাবে আয়না করছি
এভাবে
রিপিট
সাধনা
মানে
ঝুমকা বিষয়ক কয়েকটা সাদাকালো ফ্রেমের সুর…


আমাদের পাতলা চামড়ায় একটি সামাজিক দূরত্ব

বালিশ বদলে বদলে
একটাই ভঙ্গি
প্যানোরামা অর্থে
একটা দিন ঠিক যেমনটা দেখায়
ক্রেন লেভেলের ওপর থেকে
শুধু
ওই শব্দগুলো কাজ করছে
সামাজিক
মানে
ক্লকওয়াইজ একটা দূরত্বের ভেতর
বদলে ফেলা
এই যে
বালিশের ভেতর
আমাদের পাতলা চামড়া
চলে যাওয়ার
ওই শব্দগুলো কাজ করছে এখন…


দরজা

যেন দরজা ঠেললেই
ঘন হয়ে আসবে ঘরের রুহ
ওম ওম অক্টোবর
যেভাবে পড়ে থাকে
দীর্ঘ বাক্যের খালি রাস্তাগুলোয়
যে গ্রাফের বাঁদিকে শুধু খিদে আঁকা
আমাদের বরফ ততটা ফোটেনি
পাতানো ছবি জুড়ে
তবু দস্তানায় ফুলে উঠছে
আর
দরজা ঠেললেই
দূরে সরে যাচ্ছে ফলিত ঘরের মাস…



নীলাব্জ চক্রবর্তী

শূন্য দশকের কবি। জন্ম ১৯৭৭ সালের আগস্ট মাসে, কলকাতায়। নিবাস: পুরানো কলকাতায়।
প্রকাশিত কবিতার বই: ‘পীত কোলাজে নীলাব্জ’ (জানুয়ারি ২০১১, ৯য়া দশক, ‘গুলমোহর… রিপিট হচ্ছে’ (ই-বুক) (নভেম্বর ২০১৩, বাক্), ‘প্রচ্ছদশিল্পীর ভূমিকায়’ (জানুয়ারি ২০১৪, কৌরব), ‘লেখক কর্তৃক প্রকাশিত’ (জানুয়ারি ২০১৭, ‘আপনার বার্গার আরও মজাদার বানিয়ে তুলুন’ (জানুয়ারি ২০১৮, ঐহিক. প্রকাশিত উপন্যাস: ‘কোনও চরিত্রই কাল্পনিক নয়’ (উপন্যাস, জানুয়ারি ২০১৯, সৃষ্টিসুখ)
ভালোলাগা: গানের পুরনো আর কবিতার নতুন। শর্ট ফিল্ম নির্মাণ করতে চান।

Share