রওশন আরা মুক্তা

মূলত কবি। চিন্তা করতে ভালোবাসেন, চিন্তার পথে কোথাও থেমে যেতে চান না। বুলি সর্বস্ব মানবিক পৃথিবী না, নির্বাক প্রেমের পৃথিবীর স্বপ্ন দেখেন।

তাঁর জন্ম ১৯৮৮ এপ্রিলের ১২ তারিখ। তিনি মেষ রাশির জাতিকা।

রওশন আরার মুক্তার এ পর্যন্ত প্রকাশিত বইগুলো – অপ্রাপ্তবয়স্কা (আদর্শ, ২০১৩),  এলদোরাদো (ঐতিহ্য, ২০১৬), কেন দোলনচাঁপা (শ্রাবণ প্রকাশণী, ২০১৮)। গল্পগ্রন্থ: টরে-টক্কা (অনিন্দ্য প্রকাশ, ২০১৮)। গল্পগ্রন্থ: ঘুঘু (বৈভব ২০১৯)।

প্রতিপক্ষে প্রকাশিত রওশন আরা মুক্তার লেখা:
কতকাল তুমি এমন বক্সের ভিতর থাকবা?

Share