আজ শনিবার, ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পোয়েটিক একটা প্যারালাল ভাবনা

।। নীলাব্জ চক্রবর্তী ।।

পর্দা পড়ছে তো পড়ছেই
তুমুল ট্রিগার জুড়ে
কোথাও একটা টপভিউ
ছিটকে আসা
একটা ছায়ার থেকে একটা ছায়ার দূরত্বে
দৃশ্য ভাগ হতে হতে
তিনরঙা তিনটে অদৃশ্য তাস
বারবার উলটে উলটে
এই কবিতার
কোথায় হাত রাখবে ভাবছে

রঙ করা ভাষায়

আঙুলে আঙুলে
কেমন
বেড়ে উঠল কুশের সভ্যতা
ওঁ স্মৃতি থেকে
বরফের লেন্স বরাবর
এক্সপ্রেসওয়ে
আরও কিছুটা
ধূসর
রঙ করা ভাষায়
ফ্রেমের বাইরে চলে যাচ্ছে দিন
চামড়ার বাইরে
যে এক বাউণ্ডারী কণ্ডিশন
গমক্ষেতের সমস্তটা জুড়ে
ফেলে দেওয়া
অক্ষরগুলো উড়ছে… লং শট…

ফটোশপ

ভাষার থেকেও প্রাচীন
দুপ্রান্তে
দুরকম আয়নায়
কেমন একটা ধাতুগুণ জড়িয়ে যাচ্ছে
বারবার
কার্পেটবম্বিং-এর পরে পরেই
জলের চোখ হয়ে
ভেসে উঠছে এই ব্লাড-থিনার
নদী প্রতিষ্ঠা হচ্ছে
বিনিয়োগে বিনিয়োগে
অথচ চক্ষুপরীক্ষাকেন্দ্রের পাশেপাশেই কেন
গড়ে ওঠে যমজ কাঁচের বিপণী
ঘোরের মতো
একটা-দুটো অর্ধোত্থিত শব্দ
সাদা পোশাকের পাখি
ঘুমের কিছুটা ভেঙে বরফে মিশে যাচ্ছে…

ভয়েস-ওভার

একটা উভমুখী সময় ভাবতে ভাবতে
কোন শর্ত মানছে না
সারাগায়ে ময়ূরের চিহ্ন নিয়ে
নক নক
শীতকালের দিকে চলে যাচ্ছে
মরচে-রঙা এক ভয়েস-ওভার
চাঁদ পর্যন্ত
নাভি পর্যন্ত
কেঁপে উঠছে যে ক্যামেরা
ঝুঁকি হচ্ছে
এই পাথুরে আহ্বান
উইশলিস্ট
ভারী মাংসের মনে ছায়া উড়ছে না
একজন শালীন বরফ…

কখনও শরৎ

একটা রঙ-ওঠা স্মৃতি
কে
ধ্বনি বলল
আর
পর্দা পড়ছে তো পড়ছেই
তুমুল ট্রিগার জুড়ে
কোথাও একটা টপভিউ
ছিটকে আসা
একটা ছায়ার থেকে একটা ছায়ার দূরত্বে
দৃশ্য ভাগ হতে হতে
তিনরঙা তিনটে অদৃশ্য তাস
বারবার উলটে উলটে
এই কবিতার
কোথায় হাত রাখবে ভাবছে
কখনও শরৎ ছিঁড়ে
পড়ে পায় যদি জন্মদিন…

দেওয়াল

ইশারা ও ক্ষতলিপি রিনিউ হচ্ছে
আজীবন
এইসব প্রচারপর্বে
সরু সরু হাওয়ার ভেতর
ভেঙেচুরে
থেকে যাওয়া ভাষা
যা আমাদের
পোয়েটিক
একটা প্যারালাল ভাবনা দুটো
কী এমন
অস্থির অস্থির
একটা জায়গার নাম হয়
পুনরুক্ত
তার
সূর্যমুখী আঁকছে দেওয়ালের পর দেওয়াল…

নীলাব্জ চক্রবর্তী

শূন্য দশকের কবি। জন্ম ১৯৭৭ সালের আগস্ট মাসে, কলকাতায়। নিবাস: পুরানো কলকাতায়।
প্রকাশিত কবিতার বই: ‘পীত কোলাজে নীলাব্জ’ (জানুয়ারি ২০১১, ৯য়া দশক, ‘গুলমোহর… রিপিট হচ্ছে’ (ই-বুক) (নভেম্বর ২০১৩, বাক্), ‘প্রচ্ছদশিল্পীর ভূমিকায়’ (জানুয়ারি ২০১৪, কৌরব), ‘লেখক কর্তৃক প্রকাশিত’ (জানুয়ারি ২০১৭, ‘আপনার বার্গার আরও মজাদার বানিয়ে তুলুন’ (জানুয়ারি ২০১৮, ঐহিক. প্রকাশিত উপন্যাস: ‘কোনও চরিত্রই কাল্পনিক নয়’ (উপন্যাস, জানুয়ারি ২০১৯, সৃষ্টিসুখ)
ভালোলাগা: গানের পুরনো আর কবিতার নতুন। শর্ট ফিল্ম নির্মাণ করতে চান।

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top