এস এম সাইফুল ইসলাম

শিল্পী এস এম সাইফুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগ থেকে ব্যাচেলর অব ফাইন আর্ট (সম্মান) ও মাস্টার্স অব ফাইন আর্ট ডিগ্রিপ্রাপ্ত। একই বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন। কর্মজীবন শুরু হয় একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা দিয়ে। রিসার্চ ফেলো হিসাবে কাজ করছেন বঙ্গীয় শিল্পকলা চর্চার অন্তর্জাতিক কেন্দ্রে। ছবি আঁকা, গবেষণা ও লেখালেখি তাঁর নেশা ও পেশার অংশ। দেশে বিদেশে জাতীয় ও আন্তর্জাতিক চিত্রপ্রদর্শনীতে অংশগ্রহণ, ৪৫টির অধিক। বিভিন্ন জাতীয় দৈনিক ও জার্নালে তিনি শিল্পকলা বিষয়ে লেখেন। ভালোবাসেন সুফিবাদ, জালালুদ্দিন রুমি, শিল্পকলা, ভ্রমণ, বই, প্রাচীন মুদ্রা, মুঘল সাম্রাজ্যের ইতিহাস, মির্জা গালিব, খানাদানাসহ আরো কত কী। বাংলাদেশের ঢাকা শহরে শিল্পীর বসবাস।

প্রতিপক্ষে প্রকাশিত শিল্পীর চিত্রমালা:
যাপিত

Share