হে রবীন্দ্রনাথ

।। অতনু সিংহ ।।

ইনশাল্লাহ! তোমাকে এইবার দেখব শ্রেণীচ্যুত

হে রবীন্দ্রনাথ

মসনদে তোমাকে বেঁধে রেখে তোমার
আত্মভুবনে চাবুক চালাচ্ছে কারা?
তোমাকে ওরা প্রথমে ঠাকুর বানালো
তারপর বৈদিক দেবতা!
তারপর তোমার বঙ্গে, পল্লীর
গাছগাছালি থেকে তুমি নাই হয়ে গেলে!

আজ তোমার প্রেত ঠেলে ঠেলে খুঁজি ফের জীবন্ত তোমাকেই
প্রেমে ও ঘনমেঘে আঁধার হয়ে এলে
কিম্বা গৃহের নীরব জোৎস্নায়
অশ্রু ও বেদনায়, দ্রোহের দারুণ তেজে
তোমাকে খুঁজছি আবার

ইনশাল্লাহ! তোমাকে এইবার দেখব শ্রেণীচ্যুত,
মুক্তির মিছিলে আর প্রেমের দারুণ কসমে
আমরা দুজন মিলে গান গাবো
কবিতা ভাঙবো আর কবিতা গড়বো
যেভাবে মূর্তি ভেঙে যায়
আর বর্ষায় জন্ম নেয় একটি চারাগাছ আমার উঠানে

হে উঠান, হে পথঘাট, হে রাস্তা
হে রবীন্দ্রনাথ

অতনু সিংহ

কবি, গদ্যকার ও ‘প্রতিপক্ষ’র নির্বাহী সম্পাদক। নিবাস, হাওড়া জেলা, পশ্চিমবঙ্গ।

Share