কবি, গল্পকার, ঔপন্যাসিক। জন্ম ২৬ এপ্রিল, ১৯৭৪, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের লক্ষ্মীপুর জেলায়। ইডেন কলেজ থেকে ইতিহাসে এমএ। প্রকাশিত কাব্যগ্রন্থ ‘আলিলুয়েভার বাগান’ (২০১৪), উড্ডীন নদীর গান’ (২০১৫), ‘দি নিউ রহিমা পদ্যবিতান’ (২০১৬), ‘মগজে ছাতা’ (২০২০)। উপন্যাস ‘কালো মানুষের কারনামা’ (২০১৮)।
প্রতিপক্ষে প্রকাশিত লেখা
রিমেম্বারিং