আজ বৃহস্পতিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
Search
Close this search box.
Search
Close this search box.

বিজয়-আখ্যানলিপি

কবিতা সিরিজ

।। মৌমন মিত্র ।।

সেদিন মুক্তি শোনে 
নীরবের সব কথা-বলা 
সহ্যের রোমে জমে,
ঘাসের অন্তর্গত ঘ্রাণ…

১ 

তুমি তো ক্রমাগত,শ্বাসের প্রত্যহ 
ভেজা বাঁশ ভেজা মাটির খোসায় 
হাঁটছ দুঃসাহসী স্বরে 

ছুঁয়েছ বিধি ছুঁয়েছ বাঁধন 
কণ্ঠে এনেছ শতাব্দীর অর্গ্যান 
পিপাসার বেগে ছুঁয়েছ 
প্রাণী- মাছ ও 
আকাশ বিম্বিত চেতনার দর্শন 

থোকা থোকা বর্ণের 
হারানো মিড়ে 
খুঁজেছি চাঁদ 
খুঁজেছি কাল খুঁজেছি গ্রহ 
দূরাগত ব্যর্থতা খুঁটে খুঁটে 

লিখিনি কিন্তু 
মঞ্জুলিকার জল-ভরা 
কালো চোখের মধ্যে, 
ঝড় বিদ্যুতের ছিন্নভিন্ন টিকা 

দীর্ঘকাল রাখা ছিল..

৩ 

দু’ভাগ জলের ছাপে 
যত উন্মুখ ছিল স্বপ্ন 
 মেঘে মেঘে থেমে ছিল 
যত কুঁড়ির আশা 
হয়তো ফোটার ইচ্ছায় 
লক্ষকে লক্ষ্য করে,
স্টেচমার্কসের ইন্দ্রধনু 
একে একে গড়ে তুলবে 
আধোনীল সামুদ্রিক স্নান 

 

আর্তনাদ ক্রিয়াকলাপ 
বিদ্রোহের মতো এসেছে

আগুনে পোড়া শিক 
তার অস্ফুট উত্তরে 
অগ্নিশিখার মতো এসেছে 

পুড়ছে শূন্যতা পুড়ছে নগ্নতা 

হাজার, বহু হাজার ক্রোশ বেয়ে 
ব্লটিঙের উপর করবী আঁকছে 
রক্তের নব্য জাগরণ 

৫ 

চেয়ে দেখো চেয়ে দেখো 
নিজের উপর
সহস্র প্রশাখার ভিড় 

বিপন্ন মরালিটির দেহ  
কুণ্ডলী পাকিয়ে রয়েছে 
শীতাতুর পাঁজরে…

দৃশ্যাকার মাংস মেদ 
ঘনীভূত হচ্ছে 
গর্ভ ও ধারণশক্তির 
পেট মাথা বুকে 

ভেসে উঠছে জন্মের তারাসমূহ 

সর্ব-আভরণ-হীন এ-শহরে 
সেদিন প্রবল বৃষ্টিপাত হয় 

সেদিন মুক্তি শোনে 
নীরবের সব কথা-বলা 
সহ্যের রোমে জমে,
ঘাসের অন্তর্গত ঘ্রাণ…

মৌমন মিত্র

কবি এবং গদ্যকার মৌমন মিত্র থাকেন মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি শহরে। বিদেশে থেকেও তিনি বাংলা সংস্কৃতির সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছেন। নিয়মিত কবিতা,গল্প ছাড়াও বিভিন্ন বিষয়ে গদ্য লেখেন তিনি।

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top