বাস্তু

।। কৃষ্ণেন্দু পোড়েল ।।

“দৃশ্যকলার শিল্পীরা যা কিছু সৃষ্টি  করেন তা এক মানসিক চেতনার  অভিব্যক্তি সে ক্ষেত্রে শিল্পীর সাথে একাত্ম হওয়াটা কিছুটা জরুরী -শিল্পকর্মকে অনুধাবন করতে! তবে দর্শকের পূর্ণ  স্বাধীনতায় আমি বিশ্বাসী  ও পক্ষপাতী। দর্শক যেমন খুশি ভাবতে পারেন-সেখানেই শিল্পকর্মের সার্থকতা ও চিত্রভাবনায় বহুমুখী চিন্তার অবকাশ রাখে, একমুখী না হয়ে। শিল্পীর  যে মানসিক চেতনার কথা আমি আগে বলছি, সেই জায়গা থেকে   আমার এক বিশেষ চেতনাকে আমি এবারের চিত্রকলায় ব্যক্ত করার চেষ্টা করেছি।

বহুদিন  যাবৎ নগরসভ্যতায় অভ্যস্থ আমি আর তারই প্রতিফলন বাস্তুকলার বিভিন্ন বিবর্তন আমার চিত্রমালায় প্রকাশ,পায় তবে ইদানীং  শহরের বিষম সমস্যা অতিমাত্রার বায়ুদূষণ এক গভীর সংকট  সৃষ্টি করেছে আর তাকে অনুধাবন করেই আমার ইদানীংকার চিত্রমালা!

আমি বাস্তুকলা নিয়ে চিত্র মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করি কিন্তু এবারের চিত্রমালার মধ্য  দিয়ে  বলতে  চাইছি-এ বিশ্বকে শুধু  বাসযোগ্য নয়,শ্বাসযোগ্যও করে যাবো-এ যেন হোল আমাদের দৃঢ় অঙ্গীকার। ”

কৃষ্ণেন্দু পোড়েল। ২৩শে আশ্বিন, দিল্লি

কৃষ্ণেন্দু পোড়েল

জন্ম ১৯৬৫) হাওড়ায় শৈশব কৈশোর কাটালেও এখন থাকেন দূষণের শহর দিল্লি ‘তে। অত্যন্ত অভিজ্ঞ শিল্পী নিরলস কাজ করে চলেছেন বায়ু দূষণের ব্যাপারে জন-সাধারণকে সচেতন করবার লক্ষ্যে।

Share