আপনার আপনি ফানা হলে

।। অপর্ণিতা দাশগুপ্ত ।।

বিশ্বভারতীর প্রাক্তনী, স্বাধীন চিত্রকর ও পারফরমেন্স আর্টিস্ট অপার্ণিতা নিজেকে নিজেই আঁকেন। আয়না আর শিল্পীসত্তার সামনে নিজেই হয়ে ওঠেন নিজের শিল্পকর্মের মডেল। তাঁর বহিরাঙ্গের অন্তরে ঢুকে নিজের অন্তরঙ্গের বিমূর্ত ‘আমি’কে মূর্ত করতে চান ক্যানভাসে, তেল রঙ কিংবা অ্যাক্রেলিক অথাব জলরঙে। জলবৎ তরলং ভঙ্গিতে নিজের অরূপকে চিত্রকলার ইতিহাসের মধ্য দিয়ে পথপরিক্রমায় রূপময় করে তোলেন অপার্ণিতা। তাঁর ছবি নানা মুহূর্তের গল্প বলে। তাঁর ভিতরের গল্প এবং তিনি যেখানে বাস করেন সেই স্থানিকতার নানা মুহূর্তের কথন মূর্ত হয় তাঁর ছবিতে। এরকমই কয়েকটি ছবি রইলো ‘প্রতিপক্ষ’র ‘বর্ষপূর্তি-২০২১’ -এর বিশেষ সংখ্যার চিত্রকলা বিভাগে। আসুন, আমরা অপার্ণিতার রূপজগতে প্রবেশ করি।
– প্রতিপক্ষ

এক

শিরোনামহীন, ৭ ফুট বাই সাড়ে ফুট ক্যানভাসের ওপর অ্যাক্রেলিকের কাজ।

দুই

শিরোনামহীন, ৮ ফুট বাই ৮ ফুট ক্যানভাসের ওপর অ্যাক্রেলিকের কাজ।

তিন

শিরোনামহীন, ৬.৪ ফুট বাই ৬. ৬ ফুট ক্যানভাসের ওপর অ্যাক্রেলিকের কাজ।

চার

শিরোনামহীন, ৫.৪ ফুট বাই ৬. ক্যানভাসের ওপর অ্যাক্রেলিকের কাজ।

পাঁচ

শিরোনামহীন ৯ ফুট বাই ৫.৪ ক্যানভাসের ওপর অ্যাক্রেলিকের কাজ।

অপার্ণিতা দাশগুপ্ত

স্বাধীন চিত্রকর ও পারফম্যান্স আর্টিস্ট অপর্ণিতার বাড়ি পশ্চিমবঙ্গের উত্তরে শিলিগুড়ি শহরে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কলা ভবন থেকে চারুকলায় স্নাতক ও স্নাতকোত্তর। ভারতের বিভিন্ন শহরেএবং আন্তর্জাতিক স্তরে তাঁর ছবির প্রদর্শনী হয়েছে। ছবি আঁকার পাশাপাশি থিয়েটার ও পারফরমিং আর্টের সঙ্গে যুক্ত। সেহেতু ঢাকায়, বিশ্বভারতীর কলা ভবনে ও কলকাতায় থিয়েটার ও পারফর্মিং আর্ট প্রদর্শন করেছেন।

Share