‘আলো ক্রমে আসিতেছে’

।। মোনালী রায় ।।

দিল্লি প্রবাসী বাংলার মেয়ে, শিল্পী মোনালী রায়ের চিত্রকর্ম, চারুকলা বাংলা তথা উপমহাদেশীয় লোকনন্দনের ভাষাকে মূর্ত করে। পরম্পরা থেকে তিনি মূলত আলো ধারণ করেন তাঁর চারুকর্মে। তারপর সেই আলো ছড়িয়ে দেন তাঁর সময়চেতনায়, শিল্পের পরাভুবনে। আসুন আমরা সেই ভুবন এক ঝলক উঁকি দিয়ে দেখি।
– প্রতিপক্ষ

দাগ

দাগ

মিক্সড মিডিয়াম, কাগজ

সমুদ্রবিজ্ঞান

অ্যাক্রেলিক অন বোর্ড

বাঘবন্দি-১

বাঘবন্দি-১

অ্যাক্রেলিক অন বোর্ড

পরম্পরা

পরম্পরা

অ্যাক্রেলিক, কাঠ

দাগ

দাগ

মিক্সড মিডিয়াম, কাগজ

মোনালী রায়

চিত্রকর। কবিতাও লেখেন। পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় জন্ম ও বেড়ে ওঠা। কর্ম ও সংসারসূত্র থাকেন দিল্লিতে। ঐতিহ্যাবাহী উপমহাদেশীয় লোকশিল্পকে সমসাময়িক আবহের সঙ্গে সম্পৃক্ততার দ্বারা চিত্রকলা ও কারুকলায় কাজ করে চলেছেন। প্রত্নশিল্প, তাঁতশিল্প এবং অন্দর ও বহির্সজ্জার সঙ্গে নিজের শিল্পযাপনকে জড়িয়ে নিয়েছেন। ফরাসী উডকাট আর্টিস্ট অলিভিয়্যের দেপেতার্জের অলংকণে মোনালীর একটি কাব্যগ্রন্থ রয়েছে। ভারতের সব মেট্রোপলিটন শহর ছাড়াও বহির্বিশ্বেও তাঁর শিল্পকর্মের প্রদর্শনী হয়েছে বেশ কয়েকবার।

Share