অরূপরতন ঘোষ

অরূপরতন ঘোষ

৯০ দশকের শেষের দিক থেকে শুরু করে শূন্য দশকের কবি, পশ্চিমবঙ্গের। এছাড়াও ছোটগল্প লেখেন। লিখেছেন উপন্যাসও। অনুবাদ করেছেন চলচ্চিত্রী লুইস বুনুয়েলের আত্মজীবনী ‘শেষ দীর্ঘশ্বাস’, পল গগ্যাঁর তাহিতি জার্নাল ‘নোয়া নোয়া’। কবিতা, গল্প-উপন্যাস লেখা এবং অনুবাদের পাশাপাশি স্বাধীন স্বল্পদৈর্ঘ্যের বেশ কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করেছেন অরূপরতন। অভিনয়ও করেছেন কয়েকটি ছবিতে।

প্রতিপক্ষে লেখা:
চমৎকার ডুবে যাওয়ার মতো

Share