আজ বৃহস্পতিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
Search
Close this search box.
Search
Close this search box.

অতন্দ্র

কবিতা সিরিজ

।। ঋপন চন্দ ।।

হাতছানি দেয় নিকানো শরীর
দূরে, বহুদূরে
হয়তো বা শুয়ে আছে
আবলুস রোদে

ছায়া ছেনে তুলে আনি
তোমার আকরিক,

যতনে মূর্ত করি।

ঝরে গহনে পলক

নয়নাতীতের।

নিমীলিত হয়ে আছি

শুয়ে আছি রাঙা সংসার
নিকানো অঙ্গনে

কতদূর বহুদূর হবে

খোলা রবে জল
আলো খোলা রবে

আবাদের বিস্তারে

রোখার পরবে

হাতছানি দেয় নিকানো শরীর
দূরে, বহুদূরে
হয়তো বা শুয়ে আছে
আবলুস রোদে

সেরকম ঘ্রাণ হয়

আলো হয়
ডুবে যাওয়া চোখের মতন

প্রচ্ছদের ছবি: মোহাম্মদ রোমেল

ঋপন চন্দ

ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের শূন্য দশকের তরুণ কবি। জন্ম ১৯৮৮ ত্রিপুরার ধলাই জেলায়। কলকাতায় জীবনযাপনের অনেকটা। বাড়ি ত্রিপুরায়। বেশ কিছু সময় ঋপন ফিও নামে লিখতেন। ’39A/2′ ও ‘উল্লম্ব সমুদ্র’ নামের দুটি কাব্যগ্রন্থ লিখেছেন।

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top