আজ বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সোনামন, তুমিও রাষ্ট্র নাকি

।। বায়েজিদ বোস্তামী ।।

সোনামুখটি ব্যাজার করো

হুমকি দেও—
আমার বাপেরে চেনো?
আমার ভাইয়েরে চেনো?
নুনু কাটি হাতে ধরায়ে দেবেনে!

সোনামন, তুমিও রাষ্ট্র নাকি?


স্টপ, স্কাউন্ড্রেলস

ডিনামাইটে উড়ি যাওয়া পাহাড়
ব্রিজের তলে মরি যাওয়া নদী
ওড়ার আগে
মরার আগে
মরণ চিৎকার করে না কি?

ডোডোদের কথা ভাবি
যারা উড়তে জানতো না
উড়ি যাইতে হইছে তাদেরও সেইখানে
যেইখান থাকি ফেরা যায় না আর

পয়লাবার উড়তে গিয়া
তাদের ডানাগুলি ব্যথাইছিলো খুব?
যেভাবে ব্যথায়
সাগরজলের মারমেইডের
নয়া গজানি পা
জমিনে হাঁটতে গিয়া!

সেই ডোডোরাও
মরণ চিৎকার করছিলো নিশ্চয়ই?

মানুষের কান
এসব মরণ চিৎকার
শুনতে অক্ষম

মানুষের কানের কাছে
মানুষের ভাষায়
মানুষের স্বরে
আমারে চিল্লাইতেই হবে তাই
স্টপ, স্কাউন্ড্রেলস!

তুমিও রাষ্ট্র নাকি?

খিদে পেলে
যদি—
ডাক দিই
হাত রাখি গায়ে
ব্যাকুল স্বরে কই—চুদিতে চাই

মুখ ঝামটায়ে পাশ ফেরো

দিনের পর দিন
এমনই চলতে থাকে

যখন
উপাসী আমি
তিতিবিরক্ত আমি
কয়ে ফেলি—চুদি না তোমারে

সোনামুখটি ব্যাজার করো

হুমকি দেও—
আমার বাপেরে চেনো?
আমার ভাইয়েরে চেনো?
নুনু কাটি হাতে ধরায়ে দেবেনে!

সোনামন, তুমিও রাষ্ট্র নাকি?


টু মোজেসের বেটি

মোজেসের বেটি হে, বাপরে তোমার কও
শিগগির ফেলতে লাঠি সকল নীলের বুকে

একদৌড়ে গাঙগুলি পার হইয়া যামু আমরা
তাকামু না পিছে কভু—না, একদম তাকামু না

ভাগমু দুইজনে দূরতম দূরে এ দুনিয়ার
লাগলে দৌড়ায়ে ছাড়মু দুনিয়াও, চিরতরে

এই ফিরাউনের, এবং ফিরাউনের হালার
পুতেগো, দ্যাশ কি দুনিয়ায় আর থাকমু না

It’s the Buzz, Cock!, 2015 by Linder Sterling, UK.

বায়েজিদ বোস্তামী

মকর জাতক। জন্ম রংপুরে। কবি। গদ্যকার। জীবন ভোগ নয়, উপভোগে আগ্রহী।
প্রকাশিত বই
পাপের পুরাণ (কবিতা, ২০১৯)
গাঙডুবি (গল্প, ২০২১)
আমি যে মরি না তাই (কবিতা, ২০২২)
ইমেইল bostami81@gmail.com

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top