আজ বুধবার, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
Search
Close this search box.
Search
Close this search box.

জ্বর এলে চোখ নেমে আসে মাটিতে

কবিতা

।। পৌলমী গুহ ।।

প্রিয় কবিতারা

১ 

চোখের উষ্ণ প্রস্রবণ,
নেমে যায় গভীরে।
ব্যাপক দুঃখ,
মাথা নত হয় শরীরে।
আঁচ আসে,
ক্ষতমুখ অধীর হয়
নব নব জ্বালা।

একদিন লাথ মেরে ভগবান,
তোমাকেও কাঁদাব এতটা!

বুকের ভেজা ছায়াটি ব্যালকনিতে শুকোয়।
ঘর জুড়ে জুঁই ফুটে থাকে।
পালকের মতো একখানি মুখ,
পিছুটান হয়ে লেগে থাকে পিঠে।
জ্বর এলে চোখ নেমে আসে মাটিতে,
কবন্ধের মতো পৃথিবী ছাড়ায় যাকে।
ভেজা ছায়াটি একেলা ব্যালকনি জুড়ে থাকে…

অসময়ে বৃষ্টি হয়ে যায়।
চোখ খুলে পড়ে গেলো আলপথে,
কুড়োও।
আদরের শীৎকার মিশে আছে বিশুদ্ধ বাতাসে,
তুমি ছুঁয়ে দাও,
পাটক্ষেত শিউরোয়।


অলঙ্করণ: বৈশালী


পৌলমী গুহ

নিবাস পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার। ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর। বর্তমানে কোনোও পেশায় যুক্ত নেই। প্রকাশিত কাব্যগ্রন্থ, ‘শিশির শিকারের পর’।


Share

1 thought on “জ্বর এলে চোখ নেমে আসে মাটিতে”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top