আজ বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গল্প

।। গল্প বিভাগ: বিশেষ বর্ষপূর্তি সংখ্যা, অগ্রহায়ণ, ১৪২৮, নভেম্বর, ২০২১ ।।

অনেক বিষাদ, বিমর্ষতা, ভেঙে পড়া দিনকালের পরেও একটা সন্ধ্যা নামে, দৈনগান শুরু হয় সাধুর আখড়ায়, আশ্রমে, আযানের সুর ভেসে আসে, শোনা যায় মঙ্গলশঙ্খের শব্দ… এক বছর ধরে অনেক প্রেম, বিরহ, বিচ্ছেদ, লড়াই, রক্তক্ষরণ, বিদায় আর সহযাপনের কথা দিয়ে গাঁথা অস্তিত্বের গল্প পার হয়ে, মহামারীর হাহাকারের গল্পগাথা পার হয়ে ফের একটা হেমন্তের সন্ধ্যায় আমরা এসে দাঁড়িয়েছি আমাদের আটচালায় , নতুন করে ফের আমাদের ঘরের গল্প ভাগ করে নিতে, নতুন করে বাহিরের গল্পগাছা শুনে নিতে ফের… একটা জীবন, জীবন একটাই, তার মুছে যাওয়া দিনগুলোর গল্পগুলো তোলা থাক, জীবনের আরও অপার সম্ভাবনার গল্পগুলো রচিত হোক এই বড় বাংলায়। হে পাঠক, ‘প্রতিপক্ষ’র বর্ষপূর্তি সংখ্যায় আমার-আপনার-আমাদের গল্পগুলো চলুন পরস্পর ভাগ করে নিই। গল্পের মালাবদল হোক। মালা ভেসে যাক বাংলার নদ-নদী পার হয়ে সমুদ্রসফেনে।

গল্প বিভাগ

১। এনলাইটেনমেন্ট: শেখ সাদ্দাম হোসাইন

২। অসুখ: ফাতেমা রিয়া

৩। লতা, লতা: অলোকপর্ণা

৪। তাজমহল কিম্বা অপ্সরাদের স্নানাগার: অর্ক চট্টোপাধ্যায়

৫। বিপাশা: হুমায়ূন শফিক

৬। নানি: জেসমিন নাহার

৭। প্রাক: অভিষেক ঝা

৮। থিয়োরির পুতুল কখনও নৈরাজ্য বা ধ্বংসের সমার্থক হয়ে উঠতে পারে: অর্ণব সাহা

৯। স্বপ্ন ও গোপন ঘূণপোকা: বেনজীন খান

১০। আবু বকরের জবানবন্দী: ক্যামেলিয়া আলম

১১। দিনে দেখা তারা: হোসাইন মোহাম্মদ ওমর খৈয়াম 

গল্প বিভাগের প্রচ্ছদ: মোনালী রায়

গল্প বিভাগের চিত্রকলা ও ফটোগ্রাফি: লুবনা চর্যা, পৌলমী গুহ, মোহাম্মদ রোমেল, প্রয়াত শংকর কর্মকার, অমৃতা শের গিল, আইস্টক, অতনু সিংহ ও ইন্টারনেট

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top