আজ শুক্রবার, ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রঙ ও রেখা

।। দেবী গাঙ্গুলি ।।

তিনটি ছবি

Lucid dreams, 2020

Lucid dreams, 2020



Take over-4 , 2020

Take over-4 , 2020


Foliage, 2019

Foliage, 2019


দেবদত্তা দেবী গাঙ্গুলি

সবাই তাঁকে চেনে দেবী নামে। স্বাধীন শিল্পী, ভিস্যুয়াল আর্ট পারফর্মারও বটে। প্রিন্ট মেকিং, চিত্রকলা এবং টেক্সটাইলের নানা কাজ করেন। ব্যবহার করেন সায়ানোটাইপ, এচিং, অ্যাকোয়াটিন্ট, স্ক্রিনপ্রিন্ট, জলরং, অ্যাক্রিলিক, ইঙ্ক-সহ নানা মাধ্যম।
২০১৩ সালে শান্তিনিকেতনের কলাভবনে প্রিন্টমেকিং শিখেছেন। কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্যে স্নাতকোত্তর করেছেন। ভারতের বিভিন্ন গ্যালারিতে তাঁর কাজের প্রদর্শনী হয়েছে। কখনও যৌথ প্রদর্শনী, কখনও একক। ড্রয়িং, পেইন্টিং, ফোটোগ্রাফি, ভিডিও নিয়ে নানা কাজ করছেন তিনি। কমিক্স এবং গ্রাফিক বইপত্রেও তাঁর কাজ আছে।

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top