আজ বৃহস্পতিবার, ৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
Search
Close this search box.
Search
Close this search box.

প্রাণ, প্রকৃতি ও পরম

।। সন্তোষ কুমার বর্মা ।।

উপমহাদেশের প্রাকৃতিক বৈচিত্র্য, প্রাণ-প্রকৃতির সহাবস্থান থেকে নন্দনতাত্ত্বিক উপাদান সংগ্রহ করে চিত্রভাষার মধ্যে থেকে কোনো পরমকে ক্যানভাসের ওপর অ্যাক্রেলিকে মূর্ত করতে চান শিল্পী সন্তোষ কুমার বর্মা। গ্রাম আর মফস্বলে তাঁর শৈশব-কৈশোরযাপনের স্মৃতিগুলো তাঁর এহেন চিত্রভাষার উপাদান হয়ে ওঠে। ক্যানভাসের ওপর এমন কিছু অ্যাক্রেলিকের কাজ দেখে নেওয়া যাক।

– ‘প্রতিপক্ষ’

এক।

দুই।

তিন।

চার।

পাঁচ

সন্তোষ কুমার বর্মা

জন্ম ( ১৯৫৬) ভারতের বেনারসে। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে চারুকলায় স্নাতকোত্তর। জাতীয় একাডেমি-সহ বেশ কিছু জাতীয় পুরষ্কার তিনি পেয়েছেন। ভারতে এবং আন্তর্জাতিক স্তরে বিভিন্ন গ্যালারিতে তাঁর কাজ প্রদর্শিত হয়েছে। তাঁর স্ত্রী বাঙালি ও বৃহৎ নদীয়ার মেয়ে। সেই সূত্রে বৃহৎ বঙ্গের সঙ্গে বিশেষত নদীয়া ও বাংলাদেশের কুষ্টিয়ার সঙ্গে তাঁর নিবিড় যোগাযোগ। বাংলা ভাষা, বাংলার ভাব, সংস্কৃতি ইত্যাদির সঙ্গে সন্তোষ কুমার বর্মা একাত্মতা বোধ করেন।

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top