আজ শনিবার, ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নীলাব্জ চক্রবর্তী

শূন্য দশকের কবি। জন্ম ১৯৭৭ সালের আগস্ট মাসে, কলকাতায়। নিবাস: পুরানো কলকাতায়।
প্রকাশিত কবিতার বই: ‘পীত কোলাজে নীলাব্জ’ (জানুয়ারি ২০১১, ৯য়া দশক, ‘গুলমোহর… রিপিট হচ্ছে’ (ই-বুক) (নভেম্বর ২০১৩, বাক্), ‘প্রচ্ছদশিল্পীর ভূমিকায়’ (জানুয়ারি ২০১৪, কৌরব), ‘লেখক কর্তৃক প্রকাশিত’ (জানুয়ারি ২০১৭, ‘আপনার বার্গার আরও মজাদার বানিয়ে তুলুন’ (জানুয়ারি ২০১৮, ঐহিক. প্রকাশিত উপন্যাস: ‘কোনও চরিত্রই কাল্পনিক নয়’ (উপন্যাস, জানুয়ারি ২০১৯, সৃষ্টিসুখ)
ভালোলাগা: গানের পুরনো আর কবিতার নতুন। শর্ট ফিল্ম নির্মাণ করতে চান।
প্রতিপক্ষে প্রকাশিত লেখকের লেখা:
ক্লকোয়াইজ একটা দূরত্বের ভেতর

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top