বিজয়-আখ্যানলিপি
।। মৌমন মিত্র ।। সেদিন মুক্তি শোনে নীরবের সব কথা-বলা সহ্যের রোমে জমে,ঘাসের অন্তর্গত ঘ্রাণ… ১ তুমি তো ক্রমাগত,শ্বাসের প্রত্যহ ভেজা বাঁশ ভেজা মাটির খোসায় হাঁটছ দুঃসাহসী স্বরে ছুঁয়েছ বিধি ছুঁয়েছ বাঁধন কণ্ঠে এনেছ শতাব্দীর অর্গ্যান পিপাসার বেগে ছুঁয়েছ প্রাণী- মাছ ও আকাশ বিম্বিত চেতনার দর্শন ২ থোকা থোকা বর্ণের হারানো মিড়ে খুঁজেছি চাঁদ খুঁজেছি কাল খুঁজেছি গ্রহ দূরাগত ব্যর্থতা খুঁটে খুঁটে লিখিনি কিন্তু মঞ্জুলিকার জল-ভরা কালো চোখের মধ্যে, ঝড় বিদ্যুতের ছিন্নভিন্ন টিকা দীর্ঘকাল রাখা ছিল.. ৩ দু’ভাগ জলের ছাপে যত উন্মুখ ছিল স্বপ্ন মেঘে মেঘে থেমে ছিল যত কুঁড়ির আশা হয়তো ফোটার ইচ্ছায় লক্ষকে লক্ষ্য করে,স্টেচমার্কসের ইন্দ্রধনু একে একে গড়ে তুলবে আধোনীল সামুদ্রিক স্নান […]