।। পৌলমী গুহ ।।
আমার নোঙর নেই এখন।
বন্দর নেই, নেই দ্বীপ।
তুমিও বন্ধনহীন। দুর্বিপাক!
১
এলে অবেলায় এসো।
ঘুম ঘুম পায়ে হেঁটে
দৃঢ়, প্রত্যয়ী এসো তুমি।
নয়তো যা কিছু চেনা
শূন্যে ভাসিয়ে দেব।
বুকের পাথরে বেঁধে
এতাবধি দুঃখসম্ভার,
হেলায় ফেরাব তোমায়।
ফেরাবই।
২
তোমাকে অহং মানিয়েছে বড্ড।
অথচ বিশেষ করে তোমাকেই,
আমি জয় করি না।
৩
তোমাকে ছোঁয়ার ইচ্ছে নিয়ে
কত পালক উড়ে বেড়ায়।
অথচ তুমি আনমনে ঘোরো
কাছিয়ে এসো, ছোঁয়া যায় না।
৪
আমার নোঙর নেই এখন।
বন্দর নেই, নেই দ্বীপ।
তুমিও বন্ধনহীন। দুর্বিপাক!
৫
মলমলের মতো ছিটে তোমাকে বাঁধব।
সকালে স্বপ্ন হয়ে যেও।
৬
বহুদিন চমক জাগে না বুকে।
হয় না জেগে থাকা দীর্ঘ রজনী।
অথচ তুমি তো সাবধানী ছিলে
ভুল পা ফেলোনি জানি!
৭
এ শহরে সব মায়া।
খালি তোমার বুকে আজও
জলপ্রপাত শোনা যায়…
পৌলমী গুহ
নিবাস পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার। ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর। বর্তমানে কোনোও পেশায় যুক্ত নেই। প্রকাশিত কাব্যগ্রন্থ, ‘শিশির শিকারের পর’।