আজ বৃহস্পতিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
Search
Close this search box.
Search
Close this search box.

সমাধি হে, স্তব্ধতার গান তুমি

।। সোহেল হাসান গালিব ।।

সমাধি হে, স্তব্ধতার গান তুমি
ভালোবাসো। আমি কি বাসি নি!
যদি-বা আলাপ বন্ধ আমাদের,
কাছে আসবে না সুভাষিণী?

সমাধি হে, স্তব্ধতার গান তুমি

যখনই বসন্ত এলো

আমার প্রতিটি প্রেম ছিল এই পৃথিবীর
বিবাহিত নারীদের সাথে।
আমার প্রতিটি প্রেম ব্যর্থ হলো—কাক আর
কোকিলের ভুল মন্ত্রণাতে।

মন্ত্রণা হে, যখনই বসন্ত এলো
যখনই আমাকে তুমি ছুঁলে,
ঘুমভাঙা নির্জন বনের পথ
ছেয়ে গেল আমের মুকুলে।

ফুটে থাকা ভালো লাগে, ঝরে পড়া—সেও প্রিয়,
মনোরম বেদনা বুকের।
তাই একা পথ চলি, তাই পথে মনুমেন্ট—
এত এত সমাধি সুখের।

সমাধি হে, স্তব্ধতার গান তুমি
ভালোবাসো। আমি কি বাসি নি!
যদি-বা আলাপ বন্ধ আমাদের,
কাছে আসবে না সুভাষিণী?

রোমান হলিডে

আমার দুঃখটা শুধু এই—
অড্রে হেপবার্ন আজ পৃথিবীতে নেই।
ঠাকুরের থরোথরো প্রেমের কবিতাগুলো প’ড়ে
একদিন সে গিয়েছে মরে।

রোমান হলিডে জানি আসবে না কোনোদিন আর,
তবুও প্রাসাদ থেকে ছুটে পালাবার
প্রয়োজন হবে আরও ঢের।

আমিও বলব, ‘হে বালিকা, ঋতুমতী বসন্তের,
ভেবো না রাত্রি না দিন, এখনি পালাও—
স্কুল থেকে বের হয়ে পৃথিবী জ্বালাও।

এক পেগ স্কচ খেয়ে
টলতে টলতে পড়ো তুমি পদ্য—
শেলি নয়, কিটস নয়,
এ গালিব যা লিখেছে সদ্য।’

দ্বৈরথ

সারাদিন মদ খাব আজ,
সারারাত পড়ব নামাজ।
কাল থেকে হব ‘তাহাজ্জুদি’,
হাতে রবে আসরারে খুদি।

নাইবা থাকল সঙ্গী কেউ—
ধর্মে আছি, আছি জিরাফেও।
সঙ্গে আছে একটি সঞ্চয়—
ব্যোমভোলা বোমারু হৃদয়।

তাতেই কি শঙ্কা? এ ভ্রুকুটি?
আমরাই কিন্তু শেষ জুটি।

চিত্রকলা: রামকিঙ্কর বেইজ

সোহেল হাসান গালিব

জন্ম ১৫ নভেম্বর ১৯৭৮, টাঙ্গাইল। বাংলায় স্নাতক ও স্নাতকোত্তর। সহযোগী অধ্যাপক ও প্রশিক্ষণ বিশেষজ্ঞ, নায়েম, ঢাকা। প্রকাশিত বই : কবিতা— চৌষট্টি ডানার উড্ডয়ন [সমুত্থান, ২০০৭] দ্বৈপায়ন বেদনার থেকে [শুদ্ধস্বর, ২০০৯] রক্তমেমোরেন্ডাম [ভাষাচিত্র, ২০১১] অনঙ্গ রূপের দেশে [আড়িয়াল, ২০১৪] তিমিরে তারানা [অগ্রদূত, ২০১৭] ফুঁ [বাতিঘর, ২০২০] প্রবন্ধ— বাদ-মাগরিব (ভাষা-রাজনীতির গোপন পাঠ) [অগ্রদূত, ২০১৮] সম্পাদিত গ্রন্থ— শূন্যের কবিতা (প্রথম দশকের নির্বাচিত কবিতা) [বাঙলায়ন, ২০০৮] কহনকথা (সেলিম আল দীনের নির্বাচিত সাক্ষাৎকার) [শুদ্ধস্বর, ২০০৮] 

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top