মোহাম্মদ রোমেল

স্বাধীন চলচ্চিত্র নির্মাতা, কবি ও সমাজকর্মী। জন্ম গণপ্রজাতন্ত্রী  বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত বাঞ্ছারামপুর থানা মরিচাকান্দি গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স। অডিও-ভিস্যুয়াল ও টেক্সটের স্বাধীন ওয়েব প্লাটফর্ম ‘বানান’-এর প্রধান উদ্যোক্তা এবং সম্পাদক। লালন ধারা -সহ বঙ্গের ভাবচর্চার পরম্পরার সঙ্গে নানাভাবে যুক্ত। ঢাকার ‘চিন্তা’ পাঠচক্রের সঙ্গে বহুদিন ধরে যুক্ত রয়েছেন। একসময় ছাত্র রাজনীতিতে সক্রিয়ভাব্রে যুক্ত ছিলেন। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের এক সময়কার কর্মী। ফটোগ্রাফি, রাজনীতি এবং আড্ডাবাজীতে আগ্রহী। পেশা সূত্রে বেশ কিছু সময় বাংলাদেশের একাধিক জাতীয় টেলিভিশনের সঙ্গে যুক্ত ছিলেন। বেশ কিছু তথ্যচিত্র নির্মাণ করেছেন। ঢাকার ফটোগ্রাফি ও ফিল্ম স্কুল ‘পাঠশালা’য় চলচ্চিত্র সম্পাদনা বিভাগে শিক্ষকতা করেছেন। বিবিসি মিডিয়া অ্যাকশন, ইন্টারনিউজ-এ কাজ করেছেন কিছুদিন। বর্তমানে ইউল্যাব ইউনিভার্সিটিতে ‘Center for Critical and Qualitative Studies – CQS’-এ পেশাগতভাবে যুক্ত রয়েছেন। লালনসহ বাংলার ভাব চর্চার ইতিহাস চর্চার সাথে যুক্ত রয়েছেন।

‘প্রতিপক্ষতে প্রকাশিত লেখকের লেখা:
কৃষিকাব্য

Share