দাসত্ব

।। মজনু শাহ।।

দূরে নগ্ন দুই পাথরের সংঘর্ষ থেকে স্ফুলিঙ্গ ঝরেছিল
দূরে দুই নগ্ন পাথরের সংঘর্ষ থেকে আজও অবিরাম স্ফুলিঙ্গ ঝরে

দাসত্ব

এমন কোনো দাসত্ব কি হয় যাতে মাধুর্য আছে?
চারপাশে অপূর্ব নরক, মায়াশিকারীর অব্যাহত লীলা,
তবু একদিন আমার মূঢ় অন্তর্জগতে পাতার ঝড়
আর নির্জন কোনো গমক্ষেতে পড়ন্ত বিকেলের আলো

দূরে নগ্ন দুই পাথরের সংঘর্ষ থেকে স্ফুলিঙ্গ ঝরেছিল
দূরে দুই নগ্ন পাথরের সংঘর্ষ থেকে আজও অবিরাম স্ফুলিঙ্গ ঝরে

চারপাশে অবিস্ফোরিত গ্রেনেডের মতো ঘুমিয়ে আছে
সন্দেহের বীজগুলি, তুমি শাদা মোমবাতির ভিতর
শাদা সুতো হয়ে ঘুমিয়ে আছ বহুকাল, এদিকে আমার
সূর্যশক্তি হ্রীশক্তি প্রশ্নশক্তি নিভে যায় ক্রমে

আরও গান আরও ধুলো আর এই পুষ্পধনু কার কাছে
রেখে যাই, বুদ্ধপাখিটিও নাই, সেও চলে গেছে কোথাও
হাইড্রোবেলুনের মধ্যে লুকিয়ে, অনন্তবিস্তারী এই মাঠ,
আমি এখন কোন্ নব দাসত্বে ফিরে যাব, জশু?

প্রচ্ছদের ছবি: Landscape of the Vernal Equinox (III) 1944 by Paul Nash.

মজনু শাহ


জন্ম ২৬ মার্চ ১৯৭০; গাইবান্ধা। প্রকাশিত বই : কবিতা— আনকা মেঘের জীবনী (১৯৯৯) লীলাচূর্ণ (২০০৫) মধু ও মশলার বনে (২০০৬) জেব্রামাস্টার (২০১১) ব্রহ্মাণ্ডের গোপন আয়না (২০১৪) আমি এক ড্রপআউট ঘোড়া (২০১৬) বাল্মীকির কুটির (২০১৮) ই-মেইল : maznushah@gmail.com

Share