।। শুভ্র বন্দ্যোপাধ্যায় ।।
১৪
কেন আচমকা বালকেরা
তাদের প্রিয় কোনও বর্তমান
কি আসলে একটা পালক বসানো তীর?
আগুন চিরে আমাদের ক্ষত সারাবে?
সময়ের ফুল মরসুমের ফল হবার আগেই
দৈনন্দিন হারাবে দিন
দহনের মাতৃভাষার মধ্যে পড়ে আছে শৈশবের বিকেলের অস্থিরং
১৫
শুধু সাচ্ছন্দের জন্য পালিয়েছি? হিংসে হয় সেই সব লেখকদের
যাদের শহর আছে, তাদের প্রিয় কোনও বর্তমান
সমর্থ গাছের মত রৌদ্রপরায়ন
ফেরা মানে অনর্থক স্থান কালের দ্বিমাত্রিক কাটাকুটি
পরপর ছায়া দহনের শব্দ
পরপর জ্যামিতি পুড়ে নির্মাণ করছে
মারাত্মক সংক্রামক ব্যাধির দূরত্ব
১৬
প্রতিটা ধাপের গায়ে বড় হয়ে উঠেছে বাক্যজটিল গুল্ম ঝোপ
যেন অহং লালিত স্বপ্ন গভীর জ্বরের রাতে সমূহ ভয় হয়ে উঠে আসবে
অধুনালুপ্ত কোনও পতঙ্গের রং নিয়ে
তাদের প্রিয় কোনও বর্তমান
টুকরো হয়ে পড়ে থাকবে চিরদূরত্ব
এখনও প্রতিপাদ্য কোনও গাণিতিক সংকেত
১৭
ঐতিহাসিক সময়ে না জন্মালে জীবনী অর্থহীন
ছায়াপাথর ও তার উপরে বসে আমাদের সম্ভাবনা দোল খায়
সন্ধানী পাখি চেনে পতঙ্গের বাসায় পড়া আগুন ও কেরোসিনের গন্ধ
আমরা তলিয়ে যাচ্ছি ভুল মাংস আঁচড়াতে গিয়ে খুবলে নিচ্ছি
নিজেদের চোখ ও তাদের প্রিয় কোনও বর্তমান
১৮
ছোট শহরের লোকেদের বাড়ি ফেরার তাড়া থাকে
যেমন বিকেলের আকাশ তাসের মত জুলাই
আসলে দ্রুত সিঁড়ি ভাঙা ফুসফুসের পুষ্পল বিন্যাসে ঢাকা রক্ত চলাচল
তোকে সাবধান করেছে
বন্ধুরা ও তাদের তাদের প্রিয় কোনও বর্তমান
ক্যালন্ডারে চাঁদমারি হয়ে উঠছে
প্রতিটা মাসেই বেঁধা তীর
বার্তাগুলো কিছুতেই কথা হয়ে উঠছে না
১৯
সমস্ত রাত্রি জুড়ে যন্ত্রণা পেশি ছিঁড়ে বের করে আনতে চাইছে
প্রকান্ড কোনও জৃম্ভন সর্বাঙ্গে টের পাচ্ছি তার দাঁত
এখনও জ্বরের ঘুম ভেঙে গেলে জল স্বাদু লাগে
বনপথ মনহরিনী জাতীয় শব্দ অনায়াস হয়
যেমন বৃষ্টিতে মিলিয়ে যাওয়া কমবয়সীদের
সাইকেলের তাড়াহুড়ো তাদের প্রিয় কোনও বর্তমান
২০
ভিতরে শুধু রাগ জমা হয়
পারা চটে যাওয়া আয়নায় যেভাবে দুপুরের আলো
যেন পাখিরা পড়লে আটকে যাবে এমন থকথকে
তাদের প্রিয় কোনও বর্তমান
অথচ আমাদের ডাকনামগুলো সহজ ছিল
তখনও সময় ছিল
শুধু ছিটকে যাওয়া অনর্থক ভেবে নিয়ে
আজ এই পিঠ ঠেকাবার দেয়াল
উঠোনহীন বাড়ি
পায়রা এসে ঘেন্না রেখে গেছে
শুভ্র বন্দ্যোপাধ্যায়
জন্ম ১৯৭৮, কলকাতা। বাংলায় প্রকাশিত কবিতার বই ৪টি। বৌদ্ধলেখমালা ও অন্যান্য শ্রমণ কাব্যগ্রন্থের জন্য সাহিত্য আকাদেমির যুব পুরস্কার, পেয়েছেন মল্লিকা সেনগুপ্ত পুরস্কারও। স্পেনে পেয়েছেন আন্তোনিও মাচাদো কবিতাবৃত্তি, পোয়েতাস দে ওত্রোস মুন্দোস সম্মাননা। স্পেনে তিনটি কবিতার বই প্রকাশ পেয়েছে। ডাক পেয়েছেন মেদেইয়িন আন্তর্জাতিক কবিতা উৎসব ও এক্সপোয়েসিয়া, জয়পুর লিটেরারি মিট সহ বেশ কিছু আন্তর্জাতিক সাহিত্য উৎসবে। অংশ নিয়েছেন Poetry connections India-Wales প্রকল্পে।