।। অনুভব আহমেদ ।।
কানাঘুষা
আমাদের প্রেম গান হয়ে যায় গায়েনের
আমাদের প্রেম শিস হয়ে যায় পাখিদের
আমাদের প্রেমে মাঠের বুকে উন্মাদ বয় হাওয়া
আমাদের প্রেমে গসিপ করে বিখ্যাত হয় ওরা
অন্তর্গত এই বাহাসে
তুমি কি এই শহরের অপ্রকাশ্য কথায় হারিয়ে গেছ?
বুনে চলেছ পাথরে দীর্ঘশ্বাস—
যেগুলো খুব গভীর রাতে তোমাকেই শিকার করে?
তোমাকে অনবরত খুবলে খুবলে বিপ্লবী হয়ে ওঠে যে ভাষা ,
তুমি জানো?
আমি রোজ রাতে নত হই তার কাছে
তীর গড়েছে যে নদী তার মতো নিজেকে পাতি
জনপদের ভাষা এসে আমাকে ভাসায়
আমি কাঁদি, আমি হাসি,
আমি দেখি মানুষ থেকে দূরে মানুষের দূরত্বে গাঢ় হয় গ্রাম
তোমাকে ভাবি—
জানি তোমার দহনে নীরোই বাজায় বাঁশি
জানি সন্ধ্যা হলে ভিড় বাড়ে
তুমি কখনো বাড়ির রাস্তা ভুল করো না
কিন্তু….তুমি তো কখনো বাড়ি ফিরো না!
মিথের মাতম
বিরহে ঘনাইলো রাধা
কৃষ্ণ জপো নাম
আকাশ বিচ্ছেদে মেঘে
অনলেরও ঘ্রাণ
মাঘ তার ভীষণ ঘোর
হাড়ে লাগে হিম
কৃষ্ণহীন বৃন্দাবনে
রাধা হইলো নিলীন।
তোমাকে লিখতে চেয়ে- ৮
মন ভালো নেই বিষাদ পাড়ের হাওয়া
বাড়ছে শুধু বিরহতরু গ্লুমি আবহাওয়া
রাস্তাজুড়ে মানুষ শুধু
বুকের ঘরে একা
খিদের নামে দোহাই দিয়ে
জীবন খাচ্ছে ধোঁকা
মন ভালো নেই ঐ শকুনের চোখের তারায় হাসি
তোমার জন্য প্রেমিক আমি তোমার জন্য ফাঁসি
মাঠের ছায়ায়
একলা তরু
ঘাসের বনে রোদ
অনেক গায়ের কথা নিয়ে
ফুটছে বৃথা ফুল
মন ভালো নেই গায়ের ব্যথা
মন ভালো নেই চোখ
ঘর জুড়ে পড়ার বইয়ে শুধুই তোমার মুখ
এমন প্রেমে কাতর হলে
আকাশ ফেলে হেসে
দোহাই লাগে ডাক দিও
ফুরিয়ে যাবার আগে।
অনুভব আহমেদ
জন্ম: ১৯৯৩ সন। নিবাস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সিলেট জেলায়। জাতীয় বিশ্ববিদ্যালয়ে হিসাববিজ্ঞানের ছাত্রী।