।। অতীন বসাক ।।
মৃত্যুর মতো ধেয়ে আসে যে ক্রান্তিকাল তাকেও তো প্রত্যক্ষ করা চাই, চাই তার সাথে মোকাবেলা, তাকে চিনেছে যে সত্ত্বা তার মোকাবেলা করে যে পেয়েছে জীবনের জিয়নকাঠিটি, তা দিয়ে ঘুমভাঙানিয়া সুর সে শোনাতে চায় এই হেরে যাওয়া ভেঙে মরা মানুষের দুনিয়াকে, সে আবার জাগাতে চায় প্রাণ- আর এই জাগরণের ছবি ক্যানভাসে মূর্ত করে রাখেন চিত্রকর। আমরা সেইসব চিত্রকথন প্রত্যক্ষ করব বলে।
– ‘প্রতিপক্ষ’
১।
শিরোনামহীন-১
২।
শিরোনামহীন-২
৩।
শিরোনামহীন-৩
৪।
শিরোনামহীন-৪
৫।
শিরোনামহীন-৫
অতীন বসাক
কলকাতা আর্ট কলেজ ( ১৯৯১) ও বরোদা’ এম.এস. বিশ্ববিদ্যালয় (১৯৯৩) থেকে ভিস্যুয়াল আর্ট’এ ব্যাচেলর ও মাস্টার্স ( প্রিন্ট মেকিং) কমপ্লিট করেন। এরপর ইউ কে, ফ্রান্স সহ বহু দেশি-বিদেশি স্কলারশিপ একের পর এক তাঁর ঝুলিতে এসেছে। পেয়েছেন নানা পুরষ্কার। ভারত – বাংলাদেশ ও বিদেশের বিভিন্ন শহরের তাঁর কাজ প্রদর্শিত হয়ে চলেছে।