আজ বৃহস্পতিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
Search
Close this search box.
Search
Close this search box.

কতকাল তুমি এমন বক্সের ভিতর থাকবা?

দুটি কবিতা

।। রওশন আরা মুক্তা।।


তওবা

আর কতকাল আমি বক্সের সামনে বসে থাকব       
ছোট বড় চারকোণা এইসব বক্স থেকে প্রিয়
বের হতে কি পারবা তুমি?
সেই সেবার বান হলো, সেই যে সেবার মড়ক
কতো খরায় কতো মঙ্গা হলো দেশে
তুমি অমোঘ আকর্ষণে ছুটে ছুটে গিয়া
প্রবেশ করলা প্রিয়,                                            
বক্সের দুনিয়ায়।
তুমি নাকি বক্স?
কারে চায় এই ইউজার?
বক্স থেকে বার হয়ে আসো জান                         
তোমার কারণেই
আমারও খুব প্রিয় হয়ে উঠতেছে বক্স
এইভাবে আমি বক্সের ভিতর আর কতকাল
আর কতো সময় অন্যের মুখমণ্ডল টাচ করব?
বক্সের ভিতরেও তো বক্স থাকে,
হায়, এইবার কি তুমি নিজেরে তাতেও ঢুকাবা?
আমার ভয় করে পাখি
কই জানি কারা, কই জানি কারা
কবর খুঁড়ে যাচ্ছে
ধুপ ধুপ ধুপ শব্দ হচ্ছে
ধুপ ধুপ ধুপ!
আমার যে ভয় করতেছে সোনা!
বার হয়ে আসো, আসো বার হইয়া
আমার তো নিশ্বাস নিতে কষ্ট হচ্ছে তোমার জ্বলায়
বক্সের ভিতরে আমি তাকায়া থাকতে পারতেছি না
এইভাবে আমি কিছু লিখতে পারতেছি না
ইলম আমল সব ধ্বসে পড়তেছে, তওবা!
তওবা তওবা তওবা
আসো না!
কতকাল তুমি এমন বক্সের ভিতর থাকবা?


ঘটমান অতীত

সকাল হইতেছে; আস্তে আস্তে সূর্যের আলো আইসা
ঢুইকা পড়লো আমার সন্ধ্যালাগা ঘরে
অভ্যাস থেকে বাইর হইয়া গিয়া তুমি
চেষ্টা করতে থাকলা মনে না করতে আমারে।
পানি খাবা বইলা জগ উল্টাইয়া ফেললা
গা যেন না ভিজে তাই, আকাশ কাইটা দরজা বানাই
ঐ পাশে গিয়া শিউর করি ডোরটা লক হইল কি না
শিউর করতে চাই, যেন জানালাগুলার দাগ মুইছা দিতে পারি
ইরেজার দিয়া; তবে মুছতে পারতেছি না চোখের পানির রেখা
একটু পরেই তুমি বাইরে যাবা,
পার্কে বইসা অন্যের খাওয়া চকলেট খাবা।
একটু পরেই ঘুমাব আমি পানির নিচে পাতালে
মহানন্দে কাটতেছি সাঁতার আমি তোমার গতকালে



অলঙ্করণ: বৈশালী


রওশন আরা মুক্তা

মূলত কবি। চিন্তা করতে ভালোবাসেন, চিন্তার পথে কোথাও থেমে যেতে চান না। বুলি সর্বস্ব মানবিক পৃথিবী না, নির্বাক প্রেমের পৃথিবীর স্বপ্ন দেখেন।

তাঁর জন্ম ১৯৮৮ এপ্রিলের ১২ তারিখ। তিনি মেষ রাশির জাতিকা।

রওশন আরার মুক্তার এ পর্যন্ত প্রকাশিত বইগুলো – অপ্রাপ্তবয়স্কা (আদর্শ, ২০১৩),  এলদোরাদো (ঐতিহ্য, ২০১৬), কেন দোলনচাঁপা (শ্রাবণ প্রকাশণী, ২০১৮)। গল্পগ্রন্থ: টরে-টক্কা (অনিন্দ্য প্রকাশ, ২০১৮)। গল্পগ্রন্থ: ঘুঘু (বৈভব ২০১৯)।

Share

1 thought on “কতকাল তুমি এমন বক্সের ভিতর থাকবা?”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top