আজ বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জোনাকির ভ্রম

চারটি কবিতা

।। প্রকাশ মাঝি ।।


ইশারা-১

মানুষটা উধাও হবে ভেবেছিল, এই যা।

বিছানা ছেড়ে দাঁত মাজতে মাজতে শুয়ে পড়বে, জট পাকানো সুতো না খুলেই। আলোর ভোজবাজি শিখে বিন্দু হবে, শূন্যতার আঙুল ধরে আরো কতো কী কৌশল, সেসব!

এতক্ষনে বিকেল হবে। আকাশের ঋতুরং। শরীর এলিয়ে, কেমন করে যেন বুঝবে, ঘুমের ভ্যাকসিন আসলে আরো একটা ঘুম।


ইশারা-২

দৃশ্যের পরিচয় নিয়ে পাখি
ওড়ে কোথায়, নিরাপদ?
যদিও জোনাকির ভ্রম
ফুলের মতো, রাতবিরেতে
গন্ধ ছড়ায়।


কথামৃত

অপচয়ের ভগ্নাংশ করা সহজ। লব ও হরের মাঝে মাদুর পেতে শুয়ে পড়ুন। একবার এপাশ, একবার ওপাশ। তারপর হাত-পা ছড়িয়ে দিন। চোখ খুলবেন না ভুলেও!
দেখবেন, উত্তর অনায়াসে মিলে গ্যাছে।


মহামারীতে

গাছেদের কাছে গিয়ে ছুঁয়েছি

শীতডাল, হরিণের শিং

মাটি তুলে নখে করে ঝুরঝুরো

দেখেছি, শিকড় রঙীন


অলঙ্করণ: বৈশালী

লেখক পরিচিতি:
প্রকাশ মাঝি



শূন্য দশকের অন্যতম কবি। জন্ম ১৯৮০ সালে পশ্চিমবঙ্গের হাওড়া জেলায়। নিবাস হাওড়া জেলাতেই। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজি সাহিত্যে স্নাতকোত্তর শেষ করেন। বেশ কিছু সময় কবিতা পত্রিকা ‘লালন’-এর সঙ্গে যুক্ত ছিলেন। পেশায় শিক্ষক। প্রকাশিত কাব্যগ্ৰন্থ, ‘অন্য শাদার ঘরবাড়ি (আদম প্রকাশনা)।

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top