আজ শনিবার, ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঈশ্বরের কোরাস

কবিতা সিরিজ

।। পায়েল দেব ।।

ঈশ্বরের ঘুমের ভেতর কিছু ইতর প্রাণী
পঙ্গপাল ওড়ে
পাখা থেকে ঝরে পড়ে জরা
আমরা আশীর্বাদ ভেবে লুফে নিচ্ছি

কতবার ঈশ্বরের হাত ধরে নাচ- আনন্দে নয়,ভক্তিতে নয়
কেবল কৃতজ্ঞতাবোধ থেকে
শুনেছি তিনি মেয়েদের জন্যই উন্নত করেছেন স্তন
ঊরুসন্ধিতে লুকিয়েছেন উন্মাদনা

এই ছল,চতুরতা এড়িয়ে যেতে পারি না কখনোই

ঈশ্বর আমাকে বলেছেন, তিনি মহাপাপী
এই পাপ ভাগ করতে মানুষ গড়েছেন
পূজো বন্ধ করে তাই গান শোনা অভ্যাস করেছি

ঈশ্বরের ঘুমের ভেতর কিছু ইতর প্রাণী
পঙ্গপাল ওড়ে
পাখা থেকে ঝরে পড়ে জরা
আমরা আশীর্বাদ ভেবে লুফে নিচ্ছি

টানাটানা শান্ত চোখের মায়ায় ঈশ্বর জাল বিছিয়ে দিচ্ছেন
আমন ধান শুকোতে দিচ্ছি তলায়
একদল কবুতরের ক্ষুধার কাছে
তিলে তিলে কৃপণ হয়ে যাচ্ছেন আমাদের আরাধ্য

শঙ্খ বাজলে, শব্দে মন্দির হয়ে ওঠে আশপাশ
গা ধুয়ে, শাড়ি পরে, আলতা পায়ে কেউ ঢুকলেই
ঈশ্বর এক চিরপ্রেমিক
ভক্তি শ্রদ্ধার কাছে কেবল শুয়ে থাকে বলিপ্রথা,
লকলকে জিভ

পায়েল দেব

পায়েল দেব

ত্রিপুরার কবি। জন্ম-১৯৮৭ সালের ২৭ শে জুলাই। পদার্থবিজ্ঞানে স্নাতক ও শিক্ষাবিজ্ঞানে স্নাতকোত্তর। পেশা- ত্রিপুরা সরকারের অধীনে বিজ্ঞান শিক্ষিকা। প্রথম কাব্যগ্রন্থ – কুয়াশার সানস্ক্রিন (২০১৭)। অন্য কাব্যগ্রন্থগুলো হল – গাছের গোপন অসুখ( ২০১৯), স্কেচবুক( একফর্মা, ২০১৯), নিমফুল(২০২০), জমান্ধ পংক্তিমালা(একফর্মা,২০২১)।

Share

1 thought on “ঈশ্বরের কোরাস”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top