অন্ধকার নেমে আসা দিগন্তপ্রান্তরে

।। গৌতম মণ্ডল ।।


নীরবে যে আকাশ পেখম মেলে
তাকেও আনতে হবে লেখার মধ্যে
আনব; আনব ডিজেল ও কফ
সাপুড়ের বাঁশি ও নৃমুণ্ডমালা
আনতে হবে সুদূর নীহারিকাপুঞ্জ

ভেনাস নেপচুন প্লুটো


অগ্নি

এভাবেই আকাশ লিখি
মেঘ লিখি
মেঘের ভিতর যে ফোঁটা ফোঁটা জল থাকে
তাও লিখি
একদিন হাওয়া পেয়ে
রোদ পেয়ে জল পেয়ে
এই অক্ষরগুলি উড়ে যাবে
নীচে পড়ে থাকবে
খাঁখাঁ মাটি, মর্তলোক
আর নিভে যাওয়া শ্মশান-অগ্নি

শ্রাবণ

পরিত্যক্ত বাড়ির গায়ে শ্রাবণ লেগে আছে
একটু একটু করে সেখান থেকে জল ঝরে
ঝরে যাওয়া পাতার অভিসার নিয়ে
আমি আসি এখানে; পরিত্যক্ত এই উঠোনে
ছিঁড়ে যাওয়া মাদুরে বসে
তোমার কথাই লিখি; লিখব
গৃহে না ফেরা পথিকের কথাও
একদিন পিঁপড়েরা এইসব লেখা নিয়ে
চলে যাবে গ্রাম থেকে গ্রামান্তরে

অন্ধকার নেমে আসা দিগন্তপ্রান্তরে

পথরেখা

তার কাছে বারবার আসি
তার ডানা তো আমারই আকাশ

মেঘ সরে গেলে
সব আকাশের ভিতর চাঁদ ওঠে

ক্রমে চাঁদের আলোয়
ভাস্বর হয়
আকাশের ছায়াপথ

গহন পথরেখা

ডিজেল

লিখেছি বৃষ্টির কথা
লিখব রৌদ্রের কথাও
কথার ভিতর
নীরবে যে আকাশ পেখম মেলে
তাকেও আনতে হবে লেখার মধ্যে
আনব; আনব ডিজেল ও কফ
সাপুড়ের বাঁশি ও নৃমুণ্ডমালা
আনতে হবে সুদূর নীহারিকাপুঞ্জ

ভেনাস নেপচুন প্লুটো

অলংকরণ- সাইদ উজ্জ্বল

গৌতম মণ্ডল

জন্ম : ১০ ফেব্রুয়ারি ১৯৭৪
পেশা : শিক্ষকতা
প্রকাশিত কাব্যগ্রন্থ :
উজাগর আঁখি ১৯৯৪
রাত ও রাতের বিভা ১৯৯৫
কন্দমূলের আকাশ ১৯৯৯
কালপুরুষ ২০০০
ভূপাখি ভস্মপাখি ২০০৫
দুর্লভ শিখরদেশ ২০০৯
অলসরঙের টিলা ২০১২
বিবাহের মন্থর আয়োজন ২০১৬
অরচিত অন্ধকার ২০১৯

প্রতিষ্ঠাতা সম্পাদক : আদম
সম্পাদিত গ্রন্থ গদ্যসংগ্রহ গীতা চট্টোপাধ্যায়
কবিতাসংগ্রহ অরুণ বসু
কবিতাসংগ্রহ সুধীর দত্ত
কবিতাসংগ্রহ সমীরণ ঘোষ
কবিতাসংগ্রহ সঞ্জীব প্রামাণিক
কমলকুমার মজুমদারের চিঠি আমার স্বামী কমলকুমার দয়াময়ী মজুমদার

Share